DATE: 2025-06-05
MEMO: TFG/25/002

Subject: ‘বিশ্ব পরিবেশ দিবস’ এর শুভেচ্ছা বার্তা

“এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাবো আমি,
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।”
                                                                          —– সুকান্ত ভট্টাচার্য

আজ ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস, এই উপলক্ষে তুফানগঞ্জ সহ গোটা দেশ বাসীকে শুভেচ্ছা।

এই বিশ্ব পরিবেশ দিবস আপনাকে একটি সবুজ ও পরিচ্ছন্ন গ্রহের দিকে ছোট ছোট পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করুক।

বিশ্ব পরিবেশ দিবসে আসুন আমরা সবাই একযোগে পরিবেশ সুরক্ষার জন্য কাজ করি। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আসুন, আমরা সবাই মিলেমিশে প্রকৃতিকে ভালোবাসতে এবং রক্ষা করতে প্রতিজ্ঞা করি।

DEMO Stamp DEMO Stamp